ওয়েবসাইট ও ব্লগ থেকে আয়ের বিভিন্ন উপায়

আসসালামুআলাইকুম।
আশা করি সকলেই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন।আপনাদের দুয়ায় আমিও ভালো আছি!
TipsUltra.com সাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদী হাসান। এই পোস্টটি আমার জীবনে প্রথম লেখা, তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর কোন কথা না বাড়িয়ে কাজের কথায় আসিঃ

“ওয়েবসাইট ও ব্লগ থেকে আয়ের উপায়”



আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে, ওয়েবসাইট থেকে বিভিন্ন ভাবে টাকা উপার্জন করা যায়।
তারমধ্য কয়েকটি উপায় প্রসিদ্ধ!
যেমনঃ
** অ্যাড নেটওয়ার্ক
** এফিলিয়েট মার্কেটিং
** রিভিউ পোস্ট এন্ড এপস
** এড স্পেস বিক্রি
এখন বিস্তারিতঃ

অ্যাড নেটওয়ার্কঃ
ব্লগে বা ওয়েবসাইটে বিভিন্ন অ্যাড শো করিয়ে ইনকাম। এটি সবচেয়ে সহজ এবং প্রসিদ্ধ একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায়, আয় করার জন্য আপনার সাইটে ভিজিটর থাকতে হবে। কিছু সাইট আপনাকে অ্যাড দেবে, তাদের অ্যাড শো করিয়ে, আপনি আপনার ব্লগ থেকে মাসে মাসে টাকা ইনকাম করতে পারবেন।
অ্যাড শো করিয়ে সাধারণত দুই ভাবে আয় করা যায়ঃ

CPM: CPM এর পূর্ণরূপ হল Cost Per Mile, অর্থাৎ প্রতি ১০০০ জন ভিসিটরের জন্য আপনাকে পে করা হবে। তারা কোন অ্যাডে ক্লিক করলো কি করলো না তা চিন্তার বিষয় না। এই CPM রেট দেশ ভেদে ভিন্ন হয়। যেমনঃ সাধারণত আমাদের মত দেশের ক্ষেত্রে $0.10 - $1.50 এবং USA বা ইউরোপীয় দেশের ক্ষেত্রে $0.50 - $10 হয়ে থাকে।
CPC: CPC এর পূর্ণরূপ হল Cost Per Click, অর্থাৎ আপনার অ্যাডে প্রতি ক্লিকের জন্য আপনাকে পে করা হবে। CPC দিয়ে ভাল আয় করতে হলে আপনার ব্লগের ভিসিটর অবশ্যই টার্গেটেড হতে হবে। CPC এর ক্লিক রেট দেশ এবং নেটওয়ার্ক ভেদে ভিন্ন হয়। সাধারণত প্রতি ক্লিকের জন্য $0.10 - $100, কিছু কিছু ক্ষেত্রে $400 - $500 ও পে করে থাকে।

এখন প্রশ্ন হচ্ছে এড পাবেন কোথায়?
কিছু ভাল অ্যাড নেটওয়ার্কের নাম নিম্নে দেওয়া হলঃ
1. Adsense
2. Chitika.com
3. Revinewhits.com
4. Infolinks.com
5. Medianet.com
6. Green-red.com

বিশেষ ভাবে উল্লেখ্য যে, আপনার যেমন তেমন সাইট হলে, উপরের কোনটিই আপনাকে তাদের অ্যাড দিবে না।
এই জন্য আপনার সাইট বা ব্লগটিতে ভালো মানের কন্টেন্ট এবং ভালো ভিজিটর প্রয়োজন। এবং প্রয়োজন অ্যাড নেটওয়ার্ক গুলোর শর্ত সমূহ পূরণ করা।
কেননা উপরের এড নেটওয়ার্ক গুলোর শুধু ৬ ছাড়া আর কোনটিই বাংলা সাইট সাপোর্ট করে না। এবং আরো বিভিন্ন বিধি নিষেধ আছে!  
তাই আপনি যদি চান, আপনি ব্লগিং বা ওয়েবসাইট থেকে অ্যাড শো করে আয় করবেন তাহলে উপরের ৬ টি নেটওয়ার্ক সম্পরকেই ভালো ধারনা রাখতে হবে।
এবং এই  থেকে আপনাকে পছন্দ করে নিতে হবে, আপনি কোন কোম্পানির এড আনার সাইটে দিবেন, এবং কত টাকা আয় করবেন। তাই উপরের ৬ টি সাইট সম্পর্কেই ভালো ভাবে জানতে এবং যাচাই করে সিদ্ধান্ত নিতে, আমার নিচের পোষ্ট গুলো পড়ুন!

✪-
✪-
✪-
✪-

Share this

Related Posts

First

1 comments:

comments
March 8, 2016 at 1:25 PM delete

Thanks vai, erokom Helpfull Post deoar jonno. Amar Site e revineuhits er add show korabo....

Reply
avatar