গুগল এডসেন্স থেকে আয়ের উপায় এবং কিছু হিডেন ট্রিক্স

আসসালামুআলাইকুম।

আশা করি সকলেই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন।আপনাদের দুয়ায় আমিও ভালো আছি!

Tipsultra.com সাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদী হাসান। যারা আমার আগের পোষ্ট ‘ওয়েবসাইট ও ব্লগ থেকে আয়েরবিভিন্ন উপায়’ এই আর্টিকেল টি পরেছেন, তাদের জন্য আজকের পোস্ট। যারা আগে পরেননি তারা দয়াকরে আগের পোস্ট টি পরে আসুন, নয়তো কিছু বুঝবেন না। আগের পোস্ট পড়তে ক্লিকঃ PreviousPost

আর কোন কথা না বাড়িয়ে কাজের কথায় আসিঃ

“গুগল এডসেন্স থেকে আয়ের উপায় এবং কিছু হিডেন ট্রিক্স”

একটি কথা সদা সত্য যে, এড নেটওয়ার্ক গুলোর মধ্য শুধু গুগল এডসেন্সই সর্বোচ্চ
 পে করে। অর্থাৎ, আপনার সাইটে গুগল এডসেন্সের এড দিতে পারলে মাসে 500-1000$ ইনকাম করা সম্ভব!

চমকে গেলেন? চমকানোর কিছু নাই, এই জন্যই গুগল এডসেন্স সবার কাছেই সোনার হরিন। সবার মনেই একটা সুপ্ত আকাঙ্কখা থাকে, গুগল এডসেন্সের এড পাওয়ার।
আর ঠিক একই কারনে কম্পিটিশন টা বেড়ে যায়, এবং গুগল এডসেন্স পাওয়া অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে!
তাই সবার আগে দেখে নিন, কোন ধরনের সাইটের গুগল এডসেন্স এড দিবে!

AdSense পাওয়ার প্রধান শর্ত সমূহঃ


বাংলা সাইট গ্রহণযোগ্য নয়। (English Site Accepted)
কপি-পেস্ট সাইট গ্রহণযোগ্য নয়।
কোন ধরনের হ্যাকিং টিপস এর সাইট গ্রহণযোগ্য নয়।
পর্ণ, বা এডাল্ট কোন পোস্ট বা ভিডিও থাকা যাবে না।
শুধুমাত্র ভিডিও বা ফটো থাকলে গ্রহনযোগ্য হবে না।
মিনিমাম ৫০ থেকে ৭০ টি ইউনিক পোস্ট থাকতে হবে।
প্রতিটি পোস্ট মিনিমাম ৭০০ word এর বেশী হতে হবে।
প্রতিদিন মিনিমাম ১০০০ ইউনিক ভিজিটর থাকতে হবে।
সাইটের ডোমেইন এবং হোস্টিং ভালো সার্ভারে নিতে হবে।
সাইটের ডিজাইন অনেক ভালো হতে হবে।
সাইট রেঙ্ক মুটামুটি ভালো থাকতে হবে।
সাইটে অন্য কোন এড নেটওয়ার্কের এড থাকা যাবে না।
নেভিগেশনে কোন বাধা থাকা যাবে না।
কোন পেইজ বা পোস্ট পাসওয়ার্ড দারা লক করে রাখা যাবে না।
আজে বাজে SEO করা যাবে না। Black Hat SEO Not Allowed
সাইটে অতিরিক্ত কোন HTML CODE থাকা যাবে না।
কোন পোস্টেই ভিজিটর কে এড ক্লিক এর প্রতি আকৃষ্ট করা যাবে না।

টেকনোলজি কোন সাইট, বর্তমানে এডসেন্স এর জন্য এপ্রোভ হয় না।
শুধুমাত্র গেইমস, অথবা Software এর কোন সাইটও এখন এপ্রোভ হয় না।
পেশাদার সাংবাদিক না হলে, নিউজ পোর্টাল কোন সাইটও এপ্রোভ হয় না।
শুধুমাত্র কেনা-বেচার সাইটও এডসেন্স এর জন্য এপ্রোভ হয় না।
শুধুমাত্র ফটোগ্রাফির সাইটও এডসেন্স এর জন্য এপ্রোভ হয় না।
যে সাইটে এপ্স বা সার্ভে এর কাজ করা হয়, সেটা এপ্রোভ হয় না।
সোশাইল সাইটে এডসেন্স এপ্রোভ হয় না।
মাদক বা নৈতিক অবক্ষয় হয় এরকম টাইপের সাইট এপ্রোভ হয় না।
কমন ইংরেজি, অর্থাৎ সাধারন টাইপের পুর ইংরেজি লেখা গ্রহণযোগ্য নয়।
একই পোস্ট বারংবার দেওয়া, অথবা একই টপিকস এর রিপিট করা যাবে না।
সাইট UNDER DEVELOP হওয়া যাবে না। অর্থাৎ, কোন পোস্ট অসম্পূর্ণ থাকা যাবে না।
সর্বোপরি, উল্টাপাল্টা কোন সাইট এডসেন্সের জন্য এপ্রোভ হয় না।


✫✫ এতক্ষণে যারা উপরের ৩০ টি শর্ত পরে মাথা ঘুরিয়ে ফেলেছেন, তারা একটু দম নিন। একটু ফ্রেস হোন!
নিজেকে নিঃস্ব ভাবার কিছু নেই, কেননা উপরের ৩০ টি শর্ত, এমনকি আরো অনেক বেশী শর্ত পালন করেও লক্ষ লক্ষ সাইট এডসেন্সের এড নিচ্ছে। এবং
$ ইনকাম করছে। তাই আপনারা যারা ভেবে নিয়েছেন; “এডসেন্সের উপযোগী সাইট তৈরি করবো, এবং এডসেন্স এর এড নিবো”
তারা আমার পরবর্তী পোস্টঃ “নতুন ভাবে এডসেন্সে আবেদন করার নিয়ম” দেখে নিন।

✫✫আর যারা চিন্তা করেছেন, “আগেই ওয়েবসাইট বানিয়ে ফেলেছি, অথবা এত শর্ত মেনে এডসেন্স নিবো না” তারা হতাশ হবেন না। এখানে আরো অনেক ভালো ভালো এড নেটওয়ার্ক আছে, যেগুলো এডসেন্সের মত এতো শর্ত দেয়না, এবং মুটামুটি ভালো মানের টাকাই পে করে।

সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ 



Share this

Related Posts

Previous
Next Post »

2 comments

comments
January 16, 2019 at 11:20 AM delete

শুভেচ্ছা জানাচ্ছি,

আমি তাবাসসুম, ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের কমিশন এবং বোনাস সহ নানান ধরনের সুবিধা পাবেন ইন্সটাফরেক্স পার্টনার হিসাবে।

আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন।

আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

Skype ID: Tabassum IFX
Facebook: facebook.com/profile.php?id=100016966058388

Reply
avatar
February 26, 2019 at 10:17 AM delete

বর্তমান সময়ে (2019 সালে) ইন্টারনেট থেকে আয় বলতে বা সহজ ইনকামের পথ বা উপায় হিসেবে গুগোল এডসেস্ন কে প্রথম এবং একটি নিরেপেক্ষ প্লাটফরম ধরা হয়।বর্তমানে Google Adsense এবং YouTube এর মাধ্যমে অনেকেই হাজার হাজার ডলার আয় করেছেন।
বিস্তারিত জানতেঃ গুগোল এডসেস্ন একাউন্ট ক্রয়

Reply
avatar