নতুন ভাবে এডসেন্সে এপ্লাই করার নিয়ম 2016

আসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভালো আছেন।

TipsUltra.com এর পক্ষথেকে জানাই শুভেচ্ছা! 

পোস্টের ধারাবাহিকতায়  আজ লিখছি :

 “নতুন ভাবে এডসেন্সে এপ্লাই করার নিয়ম”

আপনারা আমার আগের পোস্টে অবশ্যই পরেছেন, এডসেন্স এর পজেটিভ ও নেগেটিভ সম্পর্কে । তাই যারা অবশ্যই চান, তাদের সাইটকে এডসেন্স উপযোগী করবেন,এবং এডসেন্সে এপ্লাই করবেন, তাদের জন্য এই পোস্ট!
দেখাচ্ছি কিভাবে ব্লগ থেকে এপ্লাই করতে হয়  (Fully UPDATE);

  প্রথমে আপনার ব্লগ এ সাইন ইন করুন  তারপর আপনার  ব্লগ এর Earning আইকন এ ক্লিক করুন__


তারপরঃ Switch Adsense account


তারপরঃ Sign In


তারপরঃ Accept association
➫ তারপর যে ফর্ম টি আসবে সেটি নির্ভুল ভাবে পূরণ করতে হবেঃ 



Congratulation!
এর পর, এডসেন্স কর্তৃপক্ষ আপনার Application টি রিভিউ করবে।
যদি আপনি আগের ৩০ টি শর্ত মেনে থাকেন তাহলে আপনার সাইটি একছেপ্ট করবে, এবং গুগল এড আসা শুরু করবে।   ৩০ টি শর্ত আবার দেখুন


আর যদি আপনার সাইট এপ্রোভ না হয়, তাহলে নিচের অ্যাড নেটওয়ার্ক গুলো তে আবেদন করতে পারেনঃ











Share this

Related Posts

Previous
Next Post »