এডসেন্স পাওয়ার পর করনীয় ও বর্জনীয়

আসসালামু আলাইকুম!
সবাইকে জানাই TipsUltra.com এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম!



আপনাদের যাদের ব্লগ সাইট বা ওয়েব সাইট আছে, এবং অনেক আশায় আছেন AdSense এ এপ্লাইকরবেন, এবং এড নিবেন।
তারা আমার আগের পোস্ট  "নতুন ভাবে এডসেন্সে এপ্লাই করার নিয়ম 2016" এই পোস্ট টি দেখে নিতে পারেন অনেক উপকারে আসবে আশাকরি।
আর যারা অনেক কাঠখড়ি পুড়িয়ে, এডসেন্স পেয়েছেন তাদের জানাই Congratulation! আপনাদের এখন প্রধান কাজ হবে আজকের পোস্ট পড়ারঃ  

 এডসেন্স পাওয়ার পর করনীয়  ও বর্জনীয়

⇒করনীয়ঃ

⇒প্রধান করনীয় হচ্ছে, এড গুলো ভাবে বসানো। 
⇒সাইটের টেমপ্লেট অনুযায়ী ব্যানার এড বসানো।
⇒প্রতিদিন মিনিমাম একটা করে নতুন পোস্ট দেওয়া।
⇒পুরনো পোস্ট গুলো আপডেট করা।
⇒ভিজিটর পাওয়ার জন্য ভালো মানের SEO করা।
⇒ভিজিটর সংখ্যা বাড়ানোর বেবস্থা করা।
⇒প্রত্যেক পোস্টের সাথে অন্য পোস্টের লিঙ্ক এড করা, যাতে ভিজিটর বাড়ে। 
⇒এডসেন্স পেয়েছেন, ব্যাপার টা অন্য কাওকে বেশী না বলা। 
⇒এডসেন্স এর জিমেইল  একাউন্ট এর পাসওয়ার্ড কঠিন দেওয়া,এবং 2-Step ভেরিফিকেশন অন করা।
⇒একটি ব্যাংক একাউন্ট খুলে ফেলুন, আপনার পে নেইম অনুযায়ী (একাউন্ট খুলার সময় যে নাম দিয়েছেন)। 
⇒ডেইলি ২ বার করে একাউন্ট এ লগ ইন করে Status চেক করা। 
⇒কোন রকম ত্রুটি লক্ষ করলে ব্লগ থেকে এড কোড গুলো সাময়িক ভাবে রিমুভ করা। 
⇒যেকোন সমস্যায় এডসেন্সের হেল্প ফোরামে যোগাযোগ করা।
⇒কোন ফাউল ভিজিটর বার বার আপনার এড এ ক্লিক করলে তার আইপি ব্লক করে দিবেন।
⇒ইংলিশ সাইটে AdSense maintenance নিয়ে ঘাঁটাঘাঁটি করা।


ইত্যাদি বিষয় ছাড়াও, সব সময় চোখ কান খুলা রাখতে হবে। মনে রাখবেন, আপনি  আপনি যখন এডসেন্স পাবেন তখন আপনার অনেক পরিচিতরাই আপার শত্রু হয়ে যাবে। তাই সর্বদা নজর দারী করবেন!



⇒বর্জনীয়ঃ



⇒কখনোই নিজের এডে নিজে ক্লিক করবেন না। 
⇒আইপি চেঞ্জ করেও নিজের এডে নিজে ক্লিক করবেন না, এডসেন্স এটা ধরতে পারে।
⇒অন্য কাওকে, বা বন্ধুকে কখনো বলবেন না আপনার এড ক্লিক করার জন্য। 
⇒এক আইপি থেকে অনেক বার আপনার সাইটের এড ক্লিক করলে আপনার চ্যানেল বেন হয়ে যাবে। 
⇒কখনোই আপনার এড কোড অন্য কারো সাইটে বসাবেন না।
⇒আপনার এডসেন্সে যেকোন প্রবলেমই হোক, কাওকে আইডি পাসওয়ার্ড দিবেন না। 
⇒যেকোন সমস্যায় নিজে বাদ দিয়ে অন্য কে সমাধান করতে দিবেন না। 
⇒আপনার এড কোড কোন বাংলা সাইট অথবা পর্ণ রিলেটেড সাইটে বসাবেন না। 
⇒কোন পোস্টেই "পাশের এড ক্লিক করুন" জাতীয় কিছু লিখবেন না। 
⇒কোন পোস্টেই "নিচের এড ক্লিক করুন" জাতীয় কিছু লিখবেন না। 
⇒আপনার সাইটে অন্য কোন এড নেটওয়ার্কের এড বসাবেন না। 
⇒উলটা পালটা SEO করবেন না।
⇒আপনার ওয়েব সাইট বিক্রি করে দিবেন না। 
⇒কোন প্রকার অপ্রিতিকর কিছু করবেন না।



অভারঅল আপনার সাইট আপনাকে নিজেই সামলাতে হবে, কোন ভাবেই প্রতারনার শিকার যাতে না হন, সে দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ!

Share this

Related Posts

Previous
Next Post »

2 comments

comments
April 21, 2016 at 10:43 AM delete

ধন্যবাদ ভাই!
এরকম হেল্পফুল টিপস শেয়ার করার জন্য। আশা করি আমাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন!

Reply
avatar