রিসাইকেল বিন যুক্ত করুন অ্যান্ড্রয়েড ফোনে 100% Working অ্যাপ

আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্‌র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে । আমার টিউন শুরু করছি।

আজকে আপনাদের উপকারি  একটা অ্যাপ দিবো 
কম্পিউটার থেকে কোন ফাইল মুছে ফেললে আমরা খুব সহজেই সেটি রিসাইকেল বিন থেকে উদ্ধার করতে পারি। কিন্তু স্মার্টফোনে এই সুবিধা না থাকায় মুছে ফেলার পর ফাইল উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়।
আজ আপনাদের সামনে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে রিসাইকেল বিন যুক্ত করার পদ্ধতি দেখানো হবে।
প্রথমেই এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।


Note- ডাউনলোড করার সময় নিচের চিএ এর মত টিক টা তুলে দিন,






**অ্যাপ ইন্সটল করার পর কোন ধরণের ফাইল এখানে সংরক্ষণ করতে চান, সেটি নির্ধারণ করে দিন।
রিসাইকেল বিন যুক্ত করুন অ্যান্ড্রয়েড ফোনে
এখানে কতদিন ধরে ফাইল রাখতে চান, সেটিও ঠিক করে দিন। তবে আপনি যদি টাইম ফ্রেম ম্যানুয়াল করে থাকেন, তাহলে নিজের ইচ্ছামত রিসাইকেল বিন থেকে ফিল মুছে ফেলতে পারবেন।
রিসাইকেল বিন যুক্ত করুন অ্যান্ড্রয়েড ফোনে
যে ফাইলটি রিকভার করতে চান, সেটিতে ট্যাপ করে হোল্ড করুন। সেখান থেকে রিস্টোর করে নিন।
আজ এপর্যন্তাই।আবার দেখা হবে নতুন কোন টিউন নিয়ে। ভাল থাকবেন সবাই।

--Copied From: TechTunes

Share this

Related Posts

Previous
Next Post »